বাসস দেশ-২০ : উত্তরায় মেয়াদোত্তীর্ণ ২৪ মণ মিষ্টি জব্দ ॥ মুসলিম সুইটকে ৫ লাখ টাকা জরিমানা

538

বাসস দেশ-২০
মিষ্টি জব্দ
উত্তরায় মেয়াদোত্তীর্ণ ২৪ মণ মিষ্টি জব্দ ॥ মুসলিম সুইটকে ৫ লাখ টাকা জরিমানা
ঢাকা, ১২ এপ্রিল, ২০১৯ (বাসস) : রাজধানীর উত্তরা থেকে ২৪ মণ মেয়াদোত্তীর্ণ, পঁচা ও বাসি মিষ্টি জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় মিষ্টি প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান মুসলিম সুইটসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এসব মিষ্টি পহেলা বৈশাখে বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছিল বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন।
সারোয়ার আলম বাসসকে জানান, মুসলিম সুইটসের ফ্যাক্টরিতে মিষ্টিগুলো চলতি মাসের ১ ও ২ এপ্রিল তৈরি করে রাখা হয়েছিল। পহেলা বৈশাখ উপলক্ষে বাজারে বিক্রি করার উদ্দেশে এ মিষ্টি তৈরি করা হয়।
বাসস/সংবাদদাতা/এমএআর/২১১৫/-জেহক