বাসস প্রধানমন্ত্রী-২ (দ্বিতীয় ও শেষ কিস্তি) : নুসরাতের খুনিরা ছাড় পাবে না : প্রধানমন্ত্রী

285

বাসস প্রধানমন্ত্রী-২ (দ্বিতীয় ও শেষ কিস্তি)
শেখ হাসিনা-নুসরাত-খুনি
নুসরাতের খুনিরা ছাড় পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনার উল্লেখ করে আগুনের মতো যে কোন দুযোর্গের সময় যাতে সহজে বেরিয়ে আসতে পারে সেজন্য ভবনে পর্যাপ্ত জায়গা রাখতে সামাজিক সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।
তিনি বলেন, ফায়ারম্যান সোহেল রানাকে বাঁচাতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল। এফআর টাওয়ারে উদ্ধার অভিযান চালাতে গিয়ে সোহেল রানা মারাত্মকভাবে আহত হয়।
প্রধানমন্ত্রী এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, এ জন্য প্রকৌশলী, পরিকল্পনাবিদ এবং বাড়ি মালিকদের প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
তিনি বলেন, আগুন থেকে রক্ষা পেতে শুধুমাত্র সরকারের ওপর নির্ভর না হয়ে নিজস্ব উদ্যোগও নিতে হবে। প্রধানমন্ত্রী ১৮ তলার অনুমতি নিয়ে ২২, ২৩ তলা ভবন নির্মাণ করার উল্লেখ করে বলেন, এ ধরনের কাজ করা হলে সরকার কাউকে ছাড় দেবে না।
তিনি বলেন, ২২ তলা ভবনে আগুন নিভাতে ল্যাডার ও অন্যান্য প্রয়োজনীয় অগ্নি নির্বাপনী যন্ত্রাংশ কেনা হয়েছে। এর আগে আমাদের ফায়ারম্যানরা শুধুমাত্র ৬ তলা ভবনের আগুন নিভাতে পারতো। সরকার বর্তমানে প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ করছে। তিনি বলেন, জিয়া, এরশাদ ও খালেদার সরকার দেশে আগুন নেভাতে তেমন কোন ব্যবস্থা নেয়নি।
প্রধানমন্ত্রী সারাদেশে ব্যাপক আকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বছরব্যাপী জন্মশত বার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণের জন্য আওয়ামী লীগ ও দলের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। এই কর্মসূচি সফলভাবে উদযাপনের জন্য ইতোমধ্যেই একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে এবং সাবকমিটিও গঠন করা হবে।
প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। আগামী ১৪ এপ্রিল সারাদেশে বাংলা নববর্ষ উদযাপিত হবে।
বাসস/এএইচজে/অনু-অমি /২০৩০/-আসচৌ