বাসস দেশ-১৭ : লাঙ্গলবন্দের পুণ্য স্নান উৎসব শুরু

735

বাসস দেশ-১৭
লাংগলবন্দ-
লাঙ্গলবন্দের পুণ্য স্নান উৎসব শুরু
নারায়ণগঞ্জ, ১২ এপ্রিল, ২০১৯ (বাসস) : স্নানের মাধ্যমে পাপ থেকে মুক্ত হওয়ার আশায় লাখ-লাখ ভক্ত নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে পুরাতন ব্রক্ষ্মপুত্র নদে অষ্টমী স্নান উৎসব শুরু হয়েছে।
‘হে মহাভাগ ব্রক্ষ্মপুত্র হে লৌহিত্য আমার পাপ হরণ কর’ এই পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী স্নান উৎসব স্নান শুরু হয়।
শুক্রবার বেলা ১১ টা ৫ মিনিট থেকে পরদিন শনিবার সকাল ৮ টা ৫৫ মিনিট ২২ সেকেন্ড পর্যন্ত মহা অষ্টমী’র লগ্ন। লাঙ্গলবন্দের ১৮টি ঘাটের মাধ্যমে এ স্নানোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, লাঙ্গলবন্দ স্নান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর ১৬শ’ সদস্য দায়িত্ব পালন করছে। পুরো লাঙ্গলবন্দ স্নান এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএআর/২০১৫/কেজিএ