বাজিস-৩ : নড়াইলে উপন্যাসিক নীহার রঞ্জন গুপ্ত স্মৃতি সংসদের কমিটি গঠন

183

বাজিস-৩
নড়াইল-নীহার রঞ্জন
নড়াইলে উপন্যাসিক নীহার রঞ্জন গুপ্ত স্মৃতি সংসদের কমিটি গঠন
নড়াইল, ৯ জুন, ২০১৮ (বাসস) : উপমহাদেশের প্রখ্যাত উপন্যাসিক নীহার রঞ্জন গুপ্ত’র ১০৭তম জন্মজয়ন্তী উৎসব শেষে শুক্রবার ১৭ সদস্য বিশিষ্ট উপন্যাসিক নীহার রঞ্জন গুপ্ত স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদ গঠন করা হয়।সুলতান মাহমুদকে সভাপতি, সবুজ সুলতানকে সাধারন সম্পাদক করে আগামী ৩বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি চিত্রশিল্পী আলী আজগর রাজা ও সহকারি অধ্যাপক বেলাল সানি, সাংগঠনিক সম্পাদক ফরহাদ খান,সহ-সাধারন সম্পাদক ঋদ্ধি আজগর ঝিলিক,সহ-সাংগঠনিক সম্পাদক ফারজিন আহমেদ,অর্থ ও দপ্তর সম্পাদক মো: হাদিউজ্জামান হৃদয়,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক চিত্রশিল্পী ও শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাস,প্রচার সম্পাদক মিলন বিশ্বাস তন্ময়,সহ-প্রচার সম্পাদক হৃদয় হোসেন,শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান সৌরভ,নির্বাহী কমিটির সদস্য সহকারী অধ্যাপক মো: আলমগীর হোসেন, কবি কামনা ইসলাম, কবি ও লেখক দ্বিজেন্দ্র লাল রায়,আবৃত্তিকার মো: মোদাব্বির হোসেন ও মনিকা আক্তার লতা।
উল্লেখ্য, ১৯১১ সালের ৬ জুন নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে জন্মগ্রহণ করেন উপন্যাসিক ডা: নীহার রঞ্জন গুপ্ত। তাঁর বাবার নাম সত্যরঞ্জন গুপ্ত ও মায়ের নাম লবঙ্গলতা দেবী। নীহার রঞ্জন গুপ্ত গোয়েন্দা ও রহস্য কাহিনী লেখক হিসেবে যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি চিকিৎসক হিসেবেও ছিলেন স্বনামধন্য। নীহার রঞ্জন গুপ্তের উপন্যাসের সংখ্যা দুইশতেরও বেশি। এছাড়া তার অন্তত ৪৫টি উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। নীহার রঞ্জন গুপ্ত ১৯৮৬ সালের ২০ ফেব্রুয়ারি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২১৫/নূসী