বাসস ক্রীড়া-৮ : শিরোপার দৌড়ে বিপজ্জনক অবস্থানে ম্যানসিটি ও লিভারপুল

161

বাসস ক্রীড়া-৮
ফুটবল-প্রিমিয়ার-প্রিভিউ
শিরোপার দৌড়ে বিপজ্জনক অবস্থানে ম্যানসিটি ও লিভারপুল
লন্ডন, ১২ এপ্রিল ২০১৯ (বাসস/এএফপি) : চ্যাম্পিয়ন্স লীগের পর্ব শেষ করে রোববার থেকে ফের ঘরোয়া লীগ শিরোপা জয়ের লড়াইয়ে নামছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। সপ্তাহের মধ্য ভাগে বিপজ্জনক সূচি পার করেছে শিরোপা প্রতিদ্বন্দ্বিতায় থাকা ক্লাব দুটি।
জার্গেন ক্লপের দলের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে থাকা সিটি এদিন ক্রিস্ট্যাল প্যালেস সফরে যাবে ব্যবধান ঘোচাতে। তবে বাড়তি একটি ম্যাচ হাতে থাকায় এখনো শিরোপার নাটাই তাদের হাতে বন্দী। একই দিন চেলসির মোকাবেলা করবে লিভারপুল।
এদিকে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগে টটেনহ্যাম হটস্পার্সের কাছে ১-০ গোলে হেরে যাবার কারণে মৌসুমের অবশিষ্ট ১৪ ম্যাচের সবগুলো ম্যাচেই জয়লাভ করতে হবে পেপ গার্দিওলার শিষ্যদের। এ কারণে দল গঠনেও সাবধানতা অবলম্বন করতে হবে তাকে। কারন তাদের এক চোখ রাখতে হবে আগামী বুধবারের ফিরতি লেগের ম্যাচের দিকেও। এরই মধ্যে যদি প্যালেস তাদের মাঠে পেয়ে সিটিজেনদের বিপক্ষে কোন অঘটন ঘটিয়ে দেয়, তাহলে সেখান থেকে সবচেয়ে বেশী লাভবান হবে লিভারপুল।
তবে জয় পেলে ফের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরবে ম্যানচেস্টার সিটি। এতে চাপে পড়ে যেতে পারে লিভারপুল। কারণ কয়েক মিনিট পর এ্যানফিল্ডে চেলসির মোকাবেলা করতে হবে তাদের। ইতোমধ্যে অবশ্য চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোকে ২-০ গোলে হারিয়ে লীগ শিরোপা জয়ের দীর্ঘদিনের হতাশা পূরনের লক্ষ্যে আরো একধাপ এগিয়ে গেছে লিভারপুল।
এদিকে চেলসি হচ্ছে একমাত্র দল যারা অ্যানফিল্ড সফরে গিয়ে এই মৌসুমে জয়ের দেখা পেয়েছে। গত সেপ্টেম্বরে এডেন হ্যাজার্ডের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে লীগ কাপের শিরোপা ঘরে তুলেছিল ব্লুজরা। লিভারপুলের জন্য ভয়ের বিষয় হচ্ছে, সোমবার বেলজিয়ান ওই তারকা সেরা দক্ষতা প্রদর্শন করেছেন। অসাধারন এক নৈপুন্য দিয়ে ওয়েস্ট হ্যামের বিপক্ষে চেলসিকে ২-০ গোলে জয় এনে দিয়েছেন তিনি। যার দুটি গোলই করেছেন হ্যাজার্ড। ওই জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে উঠে আসে চেলসি।
চেলসির ম্যাচের আগেই শনিবার অবনমিত হয়ে যাওয়া হাডার্সফিল্ডের মোকাবেলা করবে টটোনহ্যাম হটস্পার্স। ওই ম্যাচে তারা জয় পেলেই সাময়িক সময়ের জন্য তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে যেতে হবে চেলসিকে। যদিও মরিসিও পচেত্তিনোর দলটি চ্যাম্পিয়ন্স লীগের ফিরতি লেগের ম্যাচ নিয়েও যথেষ্ট চিন্তিত থাকবে। কারন তারকা খেলোয়াড় হ্যারি কেনের অনুপস্থিতিতেই তাদের প্রস্তুতি নিতে হবে। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহনের লক্ষ্য স্থির করেছে স্পার্সরা। এ জন্য পয়েন্ট তালিকার শীর্ষে চারে অবস্থান ধরে রাখা তাদের জন্য জরুরী হয়ে পড়েছে।
ইনজুরিতে পড়া ই্যংান্ড অধিনায়ক কেন মৌসুমের বাকী ম্যাচে আর খেলতে পারছেননা বলেই প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। বাঁ পায়ের গোঁড়ালীতেই দ্বিতীয়বারের মত আঘাত পেয়েছেন তিনি। এর আগে একই জায়গায় চোটের কারণে বছরের সুচনা লগ্নে ৭টি ম্যাচে খেলতে পারেননি কেন। বুধবার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে অংশগ্রহনের সময় ইনজুরিতে পড়েন তিনি।
এদিকে দক্ষিন কোরিয়ার ফুটবল সুপার স্টার সন হিউং-মিন কেনের ঘাটতি কিছুটা পুরণ করতে পারবেন। সিটিজেনদের বিপক্ষে তার গোলেই জয় পেয়েছিল রেডসরা। টোটেনহ্যামের বাকী ছয়টি ম্যাচের চারটিই অনুষ্ঠিত হবে তাদের নব নির্মিত স্টেডিয়ামে। তবে পরবর্তী চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহন নিশ্চিত করার জন্য তাদেরকে সনের উপরই বেশী নির্ভর করতে হবে।
বাসস/এএফপি/এমএইচসি/১৭০০/স্বব