রেকর্ড গড়া ম্যাচে জরিমানার কবলে ধোনি

195

জয়পুর, ১২ এপ্রিল, ২০১৯ (বাসস) : গতরাতে আইপিএলের ২৫তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। দলের এই জয়ে অধিনায়ক হিসেবে আইপিএলে শততম ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনি। তবে নিজের রেকর্ড গড়া ম্যাচে মেজাজ হারিয়ে জরিমানার কবলে পড়লেন ‘মি: কুল’ খ্যাত ধোনি। আইপিএলের আচরণবিধির ভঙ্গের কারণে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে ধোনিকে।
ম্যাচের শেষ ওভারে একটি নো-বলকে কেন্দ্র করে মাঠে ঢুকে আম্পায়ারের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন ধোনি। যা আইপিএলের ‘লেভেল-২’ অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে ম্যাচ ফি’র জরিমানার কবলে পড়লেন ধোনি।
ধোনির রেকর্ড ও জরিমানার ম্যাচে দুর্দান্ত এক জয়ের স্বাদ পেয়েছে চেন্নাই। ১৫২ রানের টার্গেটে শেষ ওভারে জয়ের জন্য ১৮ রান দরকার পড়ে চেন্নাইয়ের। ইংল্যান্ডের বেন স্টোকসের শেষ ওভারের প্রথম বলেই ছক্কা মারেন চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা। তৃতীয় বলে আউট হন ধোনি। আর শেষ বলে জয়ের জন্য ৩ রান প্রয়োজন পড়ে চেন্নাইয়ের। স্টোকসের শেষ ডেলিভারি থেকে ছক্কা মেরে চেন্নাইকে জয় এনে দেন নিউজিল্যান্ড অলরাউন্ডার মিচেল স্যান্টনার।