বাজিস-৮ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

130

বাজিস-৮
হবিগঞ্জ- দুর্ঘটনা-মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত
হবিগঞ্জ, ১২ এপ্রিল ২০১৯ (বাসস) : জেলার শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় আরফাজ আলী (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত আরফাজ ওই উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউড়া গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার দুপুরে শায়েস্তগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
দুর্ঘটনায় আহতরা হলেন- বিলাল মিয়া (৩৫), মর্জিনা বেগম (২৮), ইমন মিয়া (২৫) ও তৌহিদ মিয়া (৪০)। আহতদেরকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা সুতাং বাজারে যাচ্ছিল। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ থানার সামনে পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা ব্যবসায়ী আরফাজ আলী ঘটনাস্থলেই মারা যান।’
তিনি আরও জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত পাঁচযাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
বাসস/সংবাদদাতা/১৬৪৭/এমকে