বাসস ক্রীড়া-৫ : অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবেন লাথাম

127

বাসস ক্রীড়া-৫
নিউজিল্যান্ড-দল
অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবেন লাথাম
ক্রাইস্টচার্চ, ১২ এপ্রিল, ২০১৯ (বাসস) : আগামী মাসে অস্টেলয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবেন টম লাথাম। বিশ্বকাপের আগে অনুশীলন সিরিজ হিসেবে ব্রিজবেনে তিন ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
ইংল্যান্ড এন্ড ওয়েলসে আগামী ৩০ মে শুরু হওয়া বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তবে বিশ্বকাপ দলে থাকা নয় ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে ব্যস্ত থাকায় (আইপিএল) এবং রস টেইলর ইংলিশ কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় পুর্ন শক্তির স্কোয়াড গঠন করতে পারেনি কিউইরা। বিশ্বকাপ দলে থাকা মাত্র পাঁচ ক্রিকেটার নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে নিউজিল্যান্ড।
বিশ্বকাপ দলে থাকা লাথাম ছাড়া অপর চার ক্রিকেটর হচ্ছেন হেনরি নিকোলস, ম্যাট হেনরি, জিমি নিশাম এবং টম ব্লান্ডেল।
তবে বিষয়টিকে নতুন খেলোয়াড়দের জন্য একটা সুযোগ হিসেবে দেখছেন নিউজিল্যান্ড নির্বাচক গ্যাভিন লারসেন। তিনি বলেন, ‘নতুন এ দলটির সামনে এটা একটা এক্সাইটিং চ্যালেঞ্জ। আমি জানি নিজ মাঠে অস্ট্রেলিয়ানদের বিপক্ষে দলটি নিজেদের সুযোগের সদ্ব্যবহার করতে চেষ্টা করবে।’
পক্ষান্তরে বিশ্বকাপ ও এ অনুশীলন সিরিজের জন্য এখনো দল ঘোষনা করেনি অস্ট্রেলিয়া। আগামী ৫, ৭ এবং ৯মে ব্রিজবেনে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি।
নিউজিল্যান্ড দল: টম লাথাম (অধিনায়ক), টড এ্যাস্টল, হামিশ ব্রেনেট, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডগ ব্রেসওয়েল, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, হামিশ রাদারফোর্ড, ব্লেয়ার টিকনার, জর্জ ওয়ার্কার এবং উইল ইয়ং।
বাসস/স্বব/১৬০০/এএমটি