সরকারে বেসামরিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে সুদানের সেনা বাহিনীর প্রতি যুক্তরাষ্ট্রের আহবান

251

ওয়াশিংটন, ১২ এপ্রিল, ২০১৯ (বাসস) : সুদানের অন্তবর্তীকালীন সরকারে বেসামরিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে দেশটির সেনা বাহিনীর প্রতি যুক্তরাষ্ট্র আহবান জানিয়েছে।
খবর এএফপি’র।
দেশটির সেনা বাহিনী অর্ন্তবতীকালীন সরকারে শুধুমাত্র সেনা প্রতিনিধিত্ব থাকার ঘোষনার পর যুক্তরাষ্ট্র সরকার এই বিবৃতি প্রদান করে।
দেশটির বিদায়ী নেতা ওমর আল বশিরের সরকারের পতনের পরে নতুন সরকারে সেনাবাহিনীর একক প্রতিনিধিত্ব না রাখার আহবান জানায় যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের মুখপাত্র রবাট পাল্লাডিনো সাংবাদিকদের বলেন, “ সুদানের জনগণ নির্ধারণ করবে ভবিষ্যতে কে দেশ শাসন করবেন। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারে বেসামরিক প্রতিনিধিত্ব দরকার।”
রবাট বলেন, যুক্তরাষ্ট্র সরকার এখনই চায় বেসামরিক প্রতিনিধিরা সরকারের অন্তভুক্ত হোক।