বাসস ক্রীড়া-৩ : বিশ্বকাপের মাত্র কয়েক সপ্তাহ আগে কোচ পাইবাসকে বরখাস্ত করলো ও:ইন্ডিজ

209

বাসস ক্রীড়া-৩
পাইবাস- বরখাস্ত
বিশ্বকাপের মাত্র কয়েক সপ্তাহ আগে কোচ পাইবাসকে বরখাস্ত করলো ও:ইন্ডিজ
এন্টিগা (গুয়াতেমালা), ১২ এপ্রিল, ২০১৯ (বাসস/এএফপি) : বিতর্কিত কোচ রিচার্ড পাইবাসকে বরখাস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। পরিবর্তনের দাবীর মুখে বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র সাত সপ্তাহ আগে গতকাল তাকে বরখাস্তের ঘোষনা দেয়া ক্যারিবিয় বোর্ডটি।
দলটির অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ফ্লয়েড রেইফার। কোর্টনি ব্রাউনের স্থলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন রবার্ট হেইন্স। পুরো নির্বাচক প্যানেলেই আনা হয়েছে পরিবর্তন।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ(সিডব্লুআই) সভাপতি রিকি স্কেরিট বলেন,‘আমরা নিশ্চিত যে আমাদের অন্তর্ভুক্তি দর্শন ও নির্বাচন নীতি সম্পর্কে ওয়াকিফহাল হিসেবে মি: হেইন্সকে খুঁজে পেয়েছি।’
‘রেইফার ওয়েস্ট ইন্ডিজ শ্রেষ্ঠত্বের নীতিমালা ধরে ধরে রেখেছেন যা দিয়ে আমরা এখন আমাদের ক্রিকেটকে এগিয়ে নিতে চাই।’
সাম্প্রতিক মাসগুলোতে মাঠে ওয়েস্ট ইন্ডিজ দলের কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে ২-১ ব্যাবধানে টেস্ট সিরিজ জিতেছে ক্যারিবিয় দলটি। এরপর একই দলের বিপক্ষে নিজ মাঠে ২-২ ব্যবধানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ট্রেন্ট ব্রিজে আগামী ৩১ মে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদর টুর্নামেন্ট মিশন শুরু করবে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ।
সাবেক অধিনায়ক ড্যারেন সামিসহ অনেকেই ইংল্যান্ডের পাইবাসকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার সমারোচনা করেছেন।
বোর্ডের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের কারণে বেশ কিছু তারকা খেলোয়াড় জাতীয় দলের বাইরে আছেন। যারা অনেকেই জাতীয় দলের চেয়ে বিভিন্ন দেশের ঘরোয়া টি-২০ লীগ খেলাটাকেই প্রাধান্য দিচ্ছেন এবং খেরছেন। কোচ পরিবর্তন হওয়ায় ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেলের মত তারকা খেলোযাড়দের ওয়েস্ট ইন্ডিজ দলের দরজা খুলে যেতে পারে।
গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ডেভ ক্যামেরনকে হারিয়ে সিডব্ল্আুই সভাপতি নির্বাচিত হন স্কেরিট।
বাসস/এএফপি/১৩০০/স্বব