বাসস দেশ-৩৮ : তুরাগ তীরে বিআইডব্লিউটিএ’র অভিযান অব্যাহত: ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

301

বাসস দেশ-৩৮
বিআইডব্লিউটিএ- উচ্ছেদ
তুরাগ তীরে বিআইডব্লিউটিএ’র অভিযান অব্যাহত: ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা, ১১ এপ্রিল, ২০১৯ (বাসস) : তুরাগ তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র অব্যাহত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র নদী তীর দখলমুক্ত করতে আজ ঢাকা নদী বন্দরের আওতাধীন তুরাগ থানার ভাটুলিয়া এলাকায় একটি পাকা দোতলা ভবন, চারটি একতলা ভবন, পাঁচটি আধাপাকা ভবন, নয়টি টিনের ঘরসহ মোট ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও চারটি বালুর গদি অপসারণ এবং দুই দশমিক পাঁচ একর তীরভূমি অবমুক্ত করা হয়।
এছাড়া একই সময়ে উচ্ছেদ অভিযান কালে চার লাখ দুই হাজার টাকার পণ্য নিলাম করা হয়েছে। নদী তীরে উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাসস/সবি/এমএআর/২০৩৫/এএএ