বাসস ক্রীড়া-১৩ : বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

277

বাসস ক্রীড়া-১৩
ভলিবল-বিজিবি-বিএসএফ
বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত
রংপুর, ১১ এপ্রিল, ২০১৯ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে এক প্রীতি ভলিবল ম্যাচ আজ লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে ভারতীয় জলপাইগুড়ির চ্যাংরাবান্দা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে রংপুর ৬১ বিজিবি ব্যাটলিয়ানের ভলিবল দল (তিস্তা ব্যাটলিয়ান-২) এবং জলপাইগুড়ির ১৪৮ বিএসএফ ব্যটলিয়ানের ভলিবল দল অংশ নেয়। ম্যাচে সফরকারী বিজিবি ২-০ সেটে বিএসএফ দলকে পরাজিত করেছে।
এ উপলক্ষে রংপুর ৬১ বিজিবি ব্যাটলিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ শরিফুল ইসলামের নেতৃত্বে ১২ জন ভলিবল খেলোয়াড় সহ ১৭ সদস্যের একটি দল সেখানে যান। ভারতীয় ৪১ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্বে ছিলেন ১৪৮ জলপাইগুড়ি বিএসএফ ব্যাটলিয়নের কম্যান্ডান্ট বানাম্বার শাহু। দলটিতে ১১জন ভলিবল খেলোয়াড় অন্তর্ভুক্ত ছিলেন। এই দুই কর্মকর্তা অংশগ্রহনকারী দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।
পরে শরিফুল ইসলাম বাসসকে বলেন, ‘এ ধরনের প্রীতি ম্যাচ দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং আস্থার সৃস্টি করবে।’ খুবই উৎসবমুখর এবং সৌহাদ্যপূর্ণ পরিবেশে প্রীতি ভলিবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বাসস/সংবাদদাতা/এমএইচসি/২০১০/স্বব