বাসস দেশ-২১ : সৌদি আরব সফরে বিমান বাহিনী প্রধান

161

বাসস দেশ-২১
সৌদি-বিমান-প্রধান
সৌদি আরব সফরে বিমান বাহিনী প্রধান
ঢাকা, ১১ এপ্রিল, ২০১৯ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ৭ দিনের এক সরকারী সফরে ৯ এপ্রিল সৌদি আরব গেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাজকীয় সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইদা বিন হামেদ আল রৌওয়ালে এবং রাজকীয় সৌদি বিমান বাহিনীর কমান্ডার লে. জেনারেল তুর্কি বিন বান্দার বিন আবদুল আজিজের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা পেশাগত এবং দ্বিপাক্ষিক স¦ার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এছাড়াও সফরকালে তিনি রাজকীয় সৌদি বিমান বাহিনীর অপারেশন সেন্টার, কিং ফয়সাল এয়ার একাডেমি এবং আল সালাম এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন।
এই পরিদর্শনের মাধ্যমে সৌদি আরবের সাথে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদারসহ বিমান বাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, সৌদি আরব সফর শেষে বিমান বাহিনী প্রধান আগামী ১৫ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবেন বলে আইএসপিআর জানিয়েছে।
বাসস/আইএসপিআর/এমএন/১৮২০/অমি