বাসস দেশ-১৭ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে শুদ্ধাচার কৌশল বিষয়ক সভা অনুষ্ঠিত

128

বাসস দেশ-১৭
শুদ্ধাচার-সভা
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে শুদ্ধাচার কৌশল বিষয়ক সভা অনুষ্ঠিত
ঢাকা ১১ এপ্রিল, ২০১৯ (বাসস) : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০১৮-১৯ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ কাঠামো ৩য় ত্রৈমাসিক পরিবীক্ষণ প্রতিবেদন পর্যালোচনার লক্ষ্যে নৈতিকতা কমিটির সভা আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা/কর্মচারী এবং মন্ত্রণালয়াধীন সংস্থাসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সচিব বলেন, জাতীয শুদ্ধাচার কৌশলের মূল লক্ষ্য হল শুদ্ধাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা, সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়া। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ এবং নীতির প্রতি আনুগত্য থেকে আমাদের সকলকে কাজ করে যেতে হবে।
বাসস/সবি/কেসি/১৭৪০/অমি