বাসস বিদেশ-৭ : পাপুয়া নিউ গিনির অর্থমন্ত্রীর পদত্যাগ

204

বাসস বিদেশ-৭
পিএনজি-রাজনীতি-গ্যাস
পাপুয়া নিউ গিনির অর্থমন্ত্রীর পদত্যাগ
পোর্ট মোরসবি, ১১ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক): পাপুয়া নিউ গিনির অর্থমন্ত্রী বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। বিশ্বের শীর্ষ স্থানীয় জ্বালানি উত্তোলন কোম্পানি টোটাল ও এক্সনমোবিলের সাথে দেশটির মাল্টি-বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরের কয়েকদিন পর তিনি পদত্যাগ করলেন। খবর এএফপি’র।
সরকার এ চুক্তিতে দেশের জাতীয় প্রতিষ্ঠান এবং দেশের স্বার্থ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে জেমস মারাপে পদত্যাগ করেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী পিটার ও’নেইল বিদেশে গ্যাস রপ্তানি করতে নিষ্কাশন, পাইপলাইন স্থাপন ও এলএনজি’র সক্ষমতা বাড়াতে এক হাজার ৩শ’ কোটি ডলারের প্রকল্প ঘোষণা করেন।
বাসস/এমএজেড/১৩০৫/এমএবি