বাজিস-৩ : লক্ষ্মীপুরে ৪২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পোড়ানো হয়েছে

149

বাজিস-৩
লক্ষ্মীপুর-কারেন্ট জাল
লক্ষ্মীপুরে ৪২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পোড়ানো হয়েছে
লক্ষ্মীপুর, ১১ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলায় বৃহস্পতিবার জব্দকৃত প্রায় ৪২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। সকালে রামগতি উপজেলার বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ি ভবন প্রাঙ্গণে এসব জাল পোড়ানো হয়।
বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারির প্রথম মাসে রামগতির মেঘনা নদী এলাকায় একাধিক অভিযান চালিয়ে প্রায় ৪২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে নৌ পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উদ্দেশ্যে জেলেরা অবৈধ এসব জাল নিয়ে নদীতে নেমেছিল। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এছাড়াও গতকাল বুধবার সকালে ৩০ কেজি জাটকা ইলিশসহ মো. ইব্রাহিম (২২) নামে একজনকে আটক করে নৌ পুলিশ। তিনি উপজেলার বয়ারচর গ্রামের বাসিন্দা। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদ- দেওয়া হয় বলেও নিশ্চিত করেছেন বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আল মামুন।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২০০/নূসী