দালাই লামা ‘সুস্থ’, হাসপাতাল থেকে ছাড়া হতে পারে শুক্রবার

282

নয়াদিল্লি, ১১ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক): বুকের সংক্রমণজনিত অসুস্থতা থেকে আরোগ্য লাভের পরে দালাই লামা এখন ‘অনেক ভাল বোধ’ করছেন। ফলে শুক্রবার তাকে নয়াদিল্লির হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার তার মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।
৮৩ বছর বয়সী এ বৌদ্ধ ধর্মগুরুকে মঙ্গলবার ভারতের রাজধানীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে তার অপর এক সহকারি জানান, ‘হালকা কাশি’ হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়। তিনি একদিকে তিব্বতীয় আধ্যাত্মিক নেতা এবং অপরদিকে বেইজিংয়ের কাঁটা।
দালাই লামার ব্যক্তিগত মুখপাত্র তেনজিন তাকলহা বলেন, ‘তার সার্বিক বিশুদ্ধচিত্ততা ও মানসিক অবস্থা খুবই ভাল। এখন চিকিৎসা চলায় তিনি ভাল বোধ করছেন এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।’
তাকলহা আরো বলেন, ‘আজ সকালে তিনি তার স্বাভাবিক নিয়ম পালন করেন। তিনি তার নিয়ম অনুযায়ী কিছু ব্যায়াম করেন। মূলত: তিনি সুস্থ হলেও তার ঔষধের কোর্স চলবে।’