বাসস দেশ-৩৫ : সোনাগাজী থানার ওসি প্রত্যাহার : মামলা পিবিআইতে স্থানান্তর

280

বাসস দেশ-৩৫
ওসি প্রত্যাহার-মামলা স্থানান্তর
সোনাগাজী থানার ওসি প্রত্যাহার : মামলা পিবিআইতে স্থানান্তর
ঢাকা, ১০ এপ্রিল, ২০১৯ (বাসস) : ফেনী জেলার সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সদর দফতরের এক অফিসিয়াল আদেশে তাকে (মোয়াজ্জেম) আজ প্রত্যাহার করা হয়।
ওই আদেশে আরো বলা হয়, একই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল উদ্দিন ওসির দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) বাসসকে জানিয়েছেন, সম্প্রতি ফেনীতে এক মাদ্রাসা ছাত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় সোনাগাজী থানায় দায়েরকৃত মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
জানাগেছে, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ দৌলা সম্প্রতি ওই মাদ্রাসার ছাত্রী নুসরাতকে যৌন হয়রানি করেন। এঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মাওলানা সিরাজ উদ দৌলার বিরুদ্ধে সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলা প্রত্যাহারের চাপ সৃষ্টি করে একদল দুর্বৃত্ত মাদ্রাসা ছাত্রী নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয়। ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুনে দগ্ধ নুসরাতের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
বাসস/একেএইচ/এমএমবি/২০৩৫/-কেজিএ