বাসস ক্রীড়া-৫ : মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হবে কেনকে : পচেত্তিনো

117

বাসস ক্রীড়া-৫
ফুটবল-চ্যাম্পিয়ন্স লীগ-টটেনহ্যাম-কেন
মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হবে কেনকে : পচেত্তিনো
লন্ডন, ১০ এপ্রিল ২০১৯ (বাসস/এএফপি) : টটেনহ্যাম হটস্পার্সের কোচ মাওরিসিও পচেত্তিনো বলেছেন, মৌসুমের বাকী সময় হয়তো মাঠের বাইরেই কাটাতে হবে তাদের প্লে মেকার হ্যারি কেনকে। মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলার সময় ইনজুরিতে পড়েন তিনি। ওই ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে স্পার্সরা।
প্রতিপক্ষ সিটি তারকা ফ্যাবিয়ান ডেলফের সঙ্গে সংঘর্ষের সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান কেন। ফলে ৫৮ মিনিটে তাকে মাঠ থেকে প্রত্যাহার করে নেয়া হয়। কেনের পরিবর্তিত হিসেবে মাঠে নামেন লুকাস মউরা।
খেলা শেষে স্পার্স কোচ বিটি স্পোর্টসকে বলেন, ‘এটি খুবই দুঃখজনক। তার ইনজুরিটি আমাদের ভবিষ্যতের জন্য বেশ কঠিন হয়ে গেল। আমরা তাকে হারাতে যাচ্ছি। মৌসুমের বাকী সময় আমরা হয়তো তাকে আর পাব না।’
আগামী ১৭ এপ্রিল ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির মোকাবেলা করবে টটেহম্যাম হটস্পার্স।
বাসস/এএফপি/এমএইচসি/১৮০৫/স্বব