বাসস দেশ-২০ : নারী উদ্যোক্তারা উন্নয়ন অগ্রযাত্রা গতিশীল করছে : কামরুন নাহার

136

বাসস দেশ-২০
নারী-উদ্যোক্তা-মেলা
নারী উদ্যোক্তারা উন্নয়ন অগ্রযাত্রা গতিশীল করছে : কামরুন নাহার
ঢাকা, ১০ এপ্রিল, ২০১৯(বাসস) : দুই কোটি নারী উদ্যোক্তা জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। সমাজের দুস্থ ও বেকার নারীরা আজ উদ্যোক্তা হিসেবেও সফল। তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে গতিশীল করছে।
আজ রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার প্রাঙ্গণে ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার এ কথা বলেন।
তিনি বলেন,প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে। সংশ্লিষ্ট নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তারা যেন দক্ষতার সাথে পণ্য বিপণন করতে পারে মন্ত্রণালয়ের সে লক্ষ্যে কাজ করছে।
এ সময় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম, নির্বাহী পরিচালক জাহানারা বেগম ও প্রকল্প পরিচালক নুরুন নাহার হেনা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সচিব মেলা ঘুরে দেখেন ও উদ্যোক্তাদের সাথে কথা বলেন।
নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র্র ও নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে মেলায় আগত নারী উদ্যোক্তাদের ৩৫ টি স্টল রয়েছে।শাড়ি, থ্রিপিস, গৃহসজ্জার সামগ্রী, বিছানার চাদর, কুশন কাভার, নকশিকাঁথা, মাটির তৈজসপত্র, নানা ধরনের হস্তশিল্পসহ খাদ্য সামগ্রী রয়েছে এসব স্টলে।
১০ এপ্রিল বুধবার থেকে ১৪ এপ্রিল রোববার পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
বাসস/সবি/এসএস/১৭৪০/অমি