বাসস ক্রীড়া-৩ : আন্ত:জেলা মহিলা কাবাডি শুরু

132

বাসস ক্রীড়া-৩
কাবাডি-মহিলা
আন্ত:জেলা মহিলা কাবাডি শুরু
ঢাকা, ১০ এপ্রিল, ২০১৯ (বাসস) : বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আজ শুরু হয়েছে আন্ত:জেলা মহিলা কাবাডি প্রতিযোগিতা ২০১৯।
ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পুলিশের ডিআইজি (এ্যাডমিনিস্ট্রেশন এন্ড ডিসিপ্লিন) হাবিবুর রহমান বিপিএম (বার, পিপিএম (বার)।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি আঞ্জুমান আরা আকসি সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) সৈয়দা তাসলিমা আক্তার। এ ছাড়া মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থি ছিলেন।
অনুর্ধ-১৫ বছরের এ টুর্নামেন্ট ১৯টি জেলার মোট ২২৮ জন খেলোয়াড় অংশ গ্রহণ করছেন।
আজকের খেলায় নড়াইল জেলা ২-০ পয়েন্টে ফরিদপুর, রাঙ্গামাটি ২-০ পয়েন্টে ময়মনসিংহকে, রংপুর ২৭-২১ পয়েন্টে গোপালগঞ্জ জেলাকে পরাজিত করে। এছাড়া কুমিল্লার বিপক্ষে ওয়াক ওভার পায় জামালপুর জেলা।
টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো- হবিগঞ্জ, গোপালগঞ্জ,, ঢাকা, রংপুর, বরিশাল, নড়াইল, কিশোরগঞ্জ, গাজীপুর, জামালপুর, ময়মনসিংহ, রাঙ্গামাটি, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, বগুড়া এবং রাজবাড়ী জেলা।
বাসস/সবি/১৭২৫/স্বব