বাসস দেশ-১৬: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

125

বাসস দেশ-১৬
সড়ক দুর্ঘটনা-নিহত
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নাটোর,১০ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার সদর উপজেলার রামাইগাছি এবং বড়াইগ্রাম উপজেলার শিবপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।
এ সময় অন্তত ১২ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন,সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধাপচেউলিয়া কান্দাইল গ্রামের মৃত সাদেক শেখের ছেলে সাইফত আলী শেখ (৬৫) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারগোপালপুর গ্রামের মৃত সুকলাল সরদারের স্ত্রী রাহেলা বেগম (৭০)।
নাটোর থানার এস আই তারিক বিন খালিদ জানান,বেলা ১২টার দিকে গুরুদাসপুর থেকে রাজশাহী সিটি হাটমুখী শ্যালো ইঞ্জিন চালিত গরু বোঝাই একটি নসিমন আমাইগাছি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে তা খাদে পড়ে যায়। এতে নসিমনে থাকা গরু ব্যবসায়ী সাইফত আলী শেখ এর নীচে চাপা পড়ে মারা যান। দুর্ঘটনায় আহত অপর ১২ গরু ব্যবসায়ীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরআগে বেলা ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের শিবপুর এলাকায় রাস্তা পারাপারের সময় রাহেলা বেগম নামে একজন বাস চাপায় ঘটনাস্থলেই মারা যান বলে জানান বনপাড়া হাইওয়ে পুলিশ থানার ওসি আলিম সিকদার।
উভয়ের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাসস/সংবাদদাতা/এসএস/১৭১০/কেজিএ