বাসস দেশ-১৫ : কমিউনিটি রেডিও’র আন্তর্জাতিক স্বীকৃতি

139

বাসস দেশ-১৫
কমিউনিটি রেডিও- পুরস্কার
কমিউনিটি রেডিও’র আন্তর্জাতিক স্বীকৃতি
ঢাকা, ১০ এপ্রিল, ২০১৯ (বাসস) : বিএনএনআরসি-এর কমিউনিটি রেডিও বিষয়ক দু’টি মৌলিক উদ্ভাবনী উদ্যোগ জাতিসংঘের তথ্য সমাজ বিষয়ক বিশ্ব সম্মেলনে চ্যাম্পিয়ন হিসাবে ‘ডব্লিউএসআইএস’ ২০১৯ এর স্বীকৃতি পেয়েছে।
বিএনএনআরসির ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বেসরকারী সংস্থা কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভার ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত ডব্লিউএসআইএস ফোরামে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর সেক্রেটারি জেনারেল হওলিন ঝাও-এর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন সম্মাজনক এই ফোরামে ৯০ চ্যাম্পিয়ন ঘোষণা করে এবং এর মধ্যে মধ্যে ১৮ জনকে পুরস্কার প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত উদ্যোগ/প্রকল্প দুটি হচ্ছে কোস্ট ট্রাস্টের সহায়তায় বাস্তবায়িত ‘কমিউনিটি কøাইমেট জাস্টিস এন্ড রেসিলিয়েন্স থ্রো কমিউনিটি রেডিও এ্যাট কোস্টাল এরিয়াস অব দ্য বে অব বেঙ্গল ইন বাংলাদেশ’ এবং ফ্রেডরিক নোমেন ফাউন্ডেশন ফর ফ্রিডম-এর সহায়তায় বাস্তবায়িত ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অন রাইট টু ইনফরমেশন (আরটিআই) থ্রো কমিউনিটি রেডিও’।
বাসস/সবি/কেসি/১৬৫০/কেজিএ