নড়াইলে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

199

নড়াইল, ১০ এপ্রিল, ২০১৯ (বাসস) : সদরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার ৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগর উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, কৃষি কর্মকর্তা, কৃষকগণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় প্রতি জন কৃষককে বিঘা প্রতি ৫ কেজি বীজ, ডিএপি সার ১৫ কেজি এবং এমও পি সার ১০ কেজি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।