বাসস দেশ-১৯ : রাবি ও রুয়েটের ১২ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত

722

বাসস দেশ-১৯
শিক্ষার্থী-প্রধানমন্ত্রী-পদক
রাবি ও রুয়েটের ১২ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত
রাজশাহী, ৮ জুন, ২০১৮ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭-এর জন্য মনোনীত করা হয়েছে। তাদের নিজ নিজ অনুষদে আকর্ষণীয় ফলাফলের জন্য এ মনোনয়ন দেয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বাসসকে জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রদত্ত এ সম্মান পদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৯ জন ছাত্র-ছাত্রী মনোনয়ন দেয়। তাদের মধ্যে থেকে রাবি’র ৯ জন ও রুয়েটের ৩ জনকে মনোনীত করা হয়।
অধ্যাপক সাহা বলেন রাবি’র ছাত্র-ছাত্রীরা হলোÑ আবুল ফাতু (আরবী), নাজমুল হাসান (আইন), রাশেদ আহমেদ (অর্থনীতি), তাসনিম জাহান (জৈব রসায়ন ও অনুজীববিদ্যা), আজমেরী সুলতানা শিমু (জেনেটিক ইনজিনিয়ারিং ও বায়োটেকনোলোজি), শাহ আলী (অ্যাকাউন্টিং ও তথ্য ব্যবস্থাপনা), মৌমিতা তাসনিম মীম (ম্যাটেরিয়াল সাইন্স ও ইনজিয়ারিং), আমিরুন নিসা (ফিসারিজ) ও মারভি ( চিকিৎসা)।
রুয়েট থেকে মনোনয়নপ্রাপ্তরা হলোÑ গোলাম কিবরিয়া (মেকানিকাল), নাহিন ইউ আই সাদাদ (কম্পিউটার সাইন্স) ও মেহেদী হাসান (সিভিল)।
বাসস/আরওয়াই/জেজেড/২০৩০/-এসই