বিশ্বে এক দশকের মধ্যে সবচেয়ে কম মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে গত বছর

282

লন্ডন, ১০ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : বিশ্বে এক দশকের মধ্যে গত বছর মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা সবচেয়ে কম ছিল। সার্বিকভাবে গত বছর মৃত্যুদ- কার্যকর প্রায় এক তৃতীয়াংশ হ্রাস পেলেও কয়েকটি দেশে এটা বৃদ্ধি পেয়েছে।
বুধবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মানবাধিকার সংস্থাটি এর বার্ষিক প্রতিবেদনে জানায়, ইরাক, পাকিস্তান ও সোমালিয়ায় মাদক বিরোধী আইনের সংশোধনের পর ইরানে মৃত্যুদণ্ডের কার্যকর গত বছর অর্ধেকে নেমে এসেছে।
তবে বেলারুশ, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ সুদান ও যুক্তরাষ্ট্রে মৃত্যুদ- কার্যকর বৃদ্ধি পেয়েছে।
গত বছর থাইল্যান্ড এক দশকের মধ্যে প্রথমবারের মতো মৃত্যুদ- কার্যকর করেছে এবং শ্রীলংকা মৃত্যুদণ্ডের আইন প্রবর্তন করবে বলে জানিয়েছে।
গত বছর বিশ্বব্যাপী অন্তত ৬৯০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৭ সালে এই সংখ্যা ছিল ৯৯৩ জন।
অ্যামনেস্টির পরিসংখ্যান অনুযায়ী, চীনে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সংগঠনটির জানিয়েছে, প্রতি বছর সারা বিশ্বে আনুমানিক কয়েক হাজার লোককে মৃত্যুদ-াদেশ প্রদান ও তা কার্যকর করা হয়।
২০১৮ সালে ইরানে ২৫৩ জন, সৌদি আরবে ১৪৯, ভিয়েতনামে অন্তত ৮৫ ও ইরাকে অন্তত ৫২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।