বাসস বিদেশ-১ : ভেনিজুয়েলার নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত গুয়াইদোর দূতকে স্বীকৃতি ওএএস’র

312

বাসস বিদেশ-১
ভেনিজুয়েলা-রাজনীতি
ভেনিজুয়েলার নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত গুয়াইদোর দূতকে স্বীকৃতি ওএএস’র
ওয়াশিংটন, ১০ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : অর্গানাইজেশন অব আমেরিকান স্টেট (ওএএস) মঙ্গলবার জানিয়েছে, ভেনিজুয়েরায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত এ আঞ্চলিক সংস্থায় তারা বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদোর দূতকে দেশটির প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছে। খবর এএফপি’র।
উত্তপ্ত বিতর্কের পর ওএএস’র স্থায়ী পরিষদ ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়। সিদ্ধান্তটির পক্ষে ১৮টি ভোট ও বিপক্ষে ৯টি ভোট পড়ে। সংস্থার ছয় সদস্য ভোট দানে বিরত থাকেন এবং একজন সদস্য অনুপস্থিত ছিলেন।
গুস্তাভো তরে হচ্ছেন ভেনিজুয়েলার নতুন প্রতিনিধি।
সিদ্ধান্তটি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আরেকটি বড় আঘাত।
বাসস/ কেএআর/০৯২০/এমএজেড