বাসস রাষ্ট্রপতি-১ : ক্যাপস্টোন কোর্স সমাপ্তকারীদের দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানালেন রাষ্ট্রপতি

541

বাসস রাষ্ট্রপতি-১
আব্দুল হামিদ-ক্যাপস্টোন-প্রতিনিধি
ক্যাপস্টোন কোর্স সমাপ্তকারীদের দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানালেন রাষ্ট্রপতি
ঢাকা, ৯ এপ্রিল, ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দেশের উন্নয়নে আরো অবদান রাখার জন্য ক্যাপস্টোন কোর্স-২০১৯ এর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় বঙ্গভবনে একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, ক্যাপস্টোন কোর্স সফলভাবে সমাপ্ত করায় কোর্স সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়নে আপনার বিশেষজ্ঞ জ্ঞান ব্যবহার করুন।’
সাধারণত এমপি, সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তা, পেশাজীবী ও শিল্পপতিগণ এই ক্যাপস্টোন কোর্সে অংশ নেন। এই কোর্সে জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আব্দুল হামিদ বলেন, ‘এই কোর্স সমাজের মতভিন্নতার অবসানেও সহায়ক হবে। তাছাড়া এটি নীতি প্রণয়ন ও নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।’ এই কোর্স থেকে অর্জিত জ্ঞান অংশগ্রহণকারীদের জনগণকে আরো সেবাদানের ক্ষেত্রে সহায়তা করবে এবং দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি তরান্বিত করবে বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমানডেন্ট লে. জে. মামুন খালেদ এই কোর্সের নানা দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বাসস/এসআইআর/জেহক/২১৪০/রশিদ/-কেএমকে