বাসস দেশ-২৮ : কমিটির কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করার পরামর্শ

287

বাসস দেশ-২৮
কমিটি-বেসরকারি বিল
কমিটির কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করার পরামর্শ
ঢাকা, ৯ এপ্রিল, ২০১৯ (বাসস) : জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির সভায় এ কমিটির কার্যক্রম ও সুপারিশ করার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করতে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অবহিত করার পরামর্শ দেয়া হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভায় এ পরামর্শ দেয়া হয় হয়।
কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, আবদুল মতিন খসরু, সেলিম আলতাফ জর্জ এবং রওশন আরা মান্নান সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির কার্যপরিধি নির্ধারণ ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সংসদ কার্যপ্রণালী-বিধির ১৪২ ও ২২৩ (১) (ঘ) এর বিষয়ে সামঞ্জস্য কিনা সে বিষয়ে আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগকে একটি প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে প্রদান করার সুপারিশ করা হয়।
সভায় বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাবের বিষয়ে ভারত ও যুক্তরাজ্যে কি অবস্থায় সিদ্ধান্ত প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়, সে অনুযায়ি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে কমিটিকে অবহিত করার পরামর্শ দেয়া হয়।
সভায় আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৯২২/কেজিএ