বাসস ক্রীড়া-৮ : মোটর সাইকেল দুর্ঘটনার পর হাসপাতালে আর্জেন্টিনা ফুটবল কোচ

268

বাসস ক্রীড়া-৮
স্কালোনি-হাসপাতাল
মোটর সাইকেল দুর্ঘটনার পর হাসপাতালে আর্জেন্টিনা ফুটবল কোচ
মাদ্রিদ, ৯ এপ্রিল, ২০১৯ (বাসস/এএফপি) : স্পেনে এক সড়ক দুর্ঘটনায় পড়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছেন আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনিকে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্প্যানিশ দ্বীপ মায়োর্কায় ছুটি কাটাচ্ছেন স্কালোনি। সেখানে মোটর সাইকেল চালানোর সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে কিছুক্ষন পরই হাসপাতাল থেকে ছাড়া পান স্কালোনি।
কলভিয়া সিটি করপোরেশনের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন পুয়ের্তো পোর্টালসে একটি স্কুলের কাছে একটি গাড়ি ধাক্কা দিলে ৪০ বছর বয়সী এ কোচ মাটিতে পড়ে যান।
পরবর্তীতে গাড়িটির চালক জরুরি সেবায় ফোন দিলে স্কালোনিকে তাৎক্ষনিকভাবে পালমা ডি মায়োর্কা হাসপাতালে নেয়া হয়। তিনি মুখে আঘাত পেয়েছেন এবং শরীরের কিছু অংশ ছিলে গেছে। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক টুইটার বার্তায় জানিয়েছে, ‘হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি এখন দেশে ফেরার পথে রয়েছেন।’
বাসস/এএফপি/স্বব/১৯০০/এএমটি
বাসস ক্রীড়া-৮
স্কালোনি-হাসপাতাল
মোটর সাইকেল দুর্ঘটনার পর হাসপাতালে আর্জেন্টিনা ফুটবল কোচ
মাদ্রিদ, ৯ এপ্রিল, ২০১৯ (বাসস/এএফপি) : স্পেনে এক সড়ক দুর্ঘটনায় পড়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছেন আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনিকে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্প্যানিশ দ্বীপ মায়োর্কায় ছুটি কাটাচ্ছেন স্কালোনি। সেখানে মোটর সাইকেল চালানোর সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে কিছুক্ষন পরই হাসপাতাল থেকে ছাড়া পান স্কালোনি।
কলভিয়া সিটি করপোরেশনের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন পুয়ের্তো পোর্টালসে একটি স্কুলের কাছে একটি গাড়ি ধাক্কা দিলে ৪০ বছর বয়সী এ কোচ মাটিতে পড়ে যান।
পরবর্তীতে গাড়িটির চালক জরুরি সেবায় ফোন দিলে স্কালোনিকে তাৎক্ষনিকভাবে পালমা ডি মায়োর্কা হাসপাতালে নেয়া হয়। তিনি মুখে আঘাত পেয়েছেন এবং শরীরের কিছু অংশ ছিলে গেছে। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক টুইটার বার্তায় জানিয়েছে, ‘হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি এখন দেশে ফেরার পথে রয়েছেন।’
বাসস/এএফপি/স্বব/১৯০০/এএমটি