বাজিস-১৮ : লোহাগড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

272

বাজিস-১৮
লোহাগড়া-বিতরণ
লোহাগড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
নড়াইল, ৯ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার লোহাগড়ায় খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার কৃষকের মাঝে বিনামুল্যে আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলায় লোহাগড়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবির বিশ্বাস প্রমূখ।
এ কর্মসূচির আওতায় প্রতি জন কৃষককে বিঘা প্রতি ৫ কেজি বীজ, ডিএপি সার ১৫ কেজি এবং এমও পি সার ১০ কেজি বিনামূল্যে বিতরণ করা হবে।
সরকারি কর্মকর্তা,সাংবাদিক, কৃষি কর্মকর্তা, কৃষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯০৮/মরপা