বাসস বিদেশ-৮ : কাজাখাস্তানে জুনে আগাম নির্বাচন

263

বাসস বিদেশ-৮
কাজাখাস্তান-ভোট
কাজাখাস্তানে জুনে আগাম নির্বাচন
নূর-সুলতান, কাজাখাস্তান, ৯ এপ্রিল, ২০১৯ (বাসস) : কাজাখাস্তানের প্রেসিডেন্ট কাশাম-জোমার্ট তোকায়েভ দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আগামী ৯ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিন দশকের দায়িত্ব পালনের পর কাজাখাস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান নজারবায়েভ গত মাসে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এ সময়ে আগামী বছরের নির্বাচনের আগ পর্যন্ত কাশাম-জোমার্ট তোকায়েভের দায়িত্ব পালনের কথা বলা হয়।
মঙ্গলবার তোকায়েভ ঘোষণা দেন, আগামী ৯ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
এক টেলিভিশন ভাষণে তোকায়েভ জানান, কাজাখ জাতির নেতা হিসেবে পরিচিত নজারবায়েভ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তার সাথে তিনি আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
তবে, নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা জানাননি। যদিও তাকেই অন্যতম প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর কাজাখস্তান স্বাধীনতা লাভ করে। ওই সময় থেকেই নজারবায়েভ (৭৮) দেশটির শাসন ক্ষমতায় ছিলেন।
বাসস/জুনা/১৮৩৬/আরজি