বাজিস-১৫ : বগুড়া বিআরটিএ অফিসে দুদকের অভিযান : ৪ দালাল আটক

188

বাজিস-১৫
বগুড়া-আটক
বগুড়া বিআরটিএ অফিসে দুদকের অভিযান : ৪ দালাল আটক
বগুড়া, ৯ এপ্রিল ২০১৯ (বাসস) : মঙ্গলবার জেলার বিআরটিএ-এর কার্যালয়ে দুপুরে প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে দুদক ৪ দালালকে আটক করে। দালাল হিসেবে অভিযুক্ত ওই ৪ জনকে পরে ভ্রাম্যমাণ আদালত এক মাস করে কারাদন্ডাদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলো-বগুড়া সদরের ধরমপুরের মৃত আব্দুল হামিদের পুত্র একরামুল হক ডাবলু(৪০), শহরের মালতীনগর এলাকার মৃত আজিমুদ্দিনের পুত্র আব্দুল মজিদ (৩৫), শহরের ফুলবাড়ী এলাকার তবিরের পুত্র মাহমুদার রহমান মুকুল (৪৫) ও একই এলাকার রেজাউল করিমের পুত্র বেলাল হোসেন (৪০)।
দুদক বগুড়া সমন্বিত কার্যালয় সূত্রে জানাযায়, বিআরটিএ অফিসে এসে হয়রানির শিকার এক সেবা গ্রহীতা দুদকের হট লাইনে দালালদের দৌরাতœ’র বিষয়ে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে দুদকের উপ পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে ৩ সহকারী পরিচালক বিআরটিএ বগুড়া অফিসে অভিযান চালান। এসময় হাতে নাতে ৪ জনকে আটক করা হয়। দুদক জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে আরো কিছু দালাল পালিয়ে যায়। আটককৃতরা বিআরটিএ অফিসের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজসে নানা রকম অপকর্ম করেছিল বলে সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রত্যেকের এক মাসের কারাদন্ডাদেশ দেন।
বাসস/সংবাদদাতা/১৬৫০/মরপা