বাসস বিদেশ-৭ : দ.আমেরিকা সফরকালে ভেনিজুয়েলা সীমান্ত পরিদর্শন করবেন পম্পেও

596

বাসস বিদেশ-৭
যুক্তরাষ্ট্র-ভেনিজুয়েলা-কলম্বিয়া
দ.আমেরিকা সফরকালে ভেনিজুয়েলা সীমান্ত পরিদর্শন করবেন পম্পেও
ওয়াশিংটন, ৯ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভেনিজুয়েলা সীমান্ত পরিদর্শন করবেন। শরণার্থীদের অবস্থা তুলে ধরতে ল্যাটিন আমেরিকার চার দেশ সফরের অংশ হিসেবে কলম্বিয়া সফরকালে তিনি এ সীমান্ত পরিদর্শন করবেন। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানায়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, পম্পেও চিলি, প্যারাগুয়ে ও পেরু সফরের পর রোববার কলম্বিয়া সফরকালে দেশটির কুকুতা নগরী পরিদর্শন করবেন। ডানপন্থী বা মধ্য-ডানপন্থী নেতাদের নেতৃত্বে থাকা এ চার দেশ ভেনিজুয়েলার উপর মার্কিন দৃষ্টিভঙ্গি কঠোর করার পক্ষে।
পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, কলম্বিয়ার কুকুতা নগরী সফরকালে পম্পেও ভেনিজুয়েলার সীমান্তবর্তী বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এই পরিদর্শনের মধ্যদিয়ে সীমান্ত বন্ধ থাকার কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মূল্যায়ন করার চেষ্টা করবেন।
পররাষ্ট্র দপ্তর জানায়, শুক্রবার সান্তিয়াগো যাওয়ার মধ্যদিয়ে পম্পেও’র সফর শুরু হচ্ছে। সেখানে তিনি চিলির আঞ্চলিক নেতৃত্বের পাশাপাশি অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও নিরাপত্তা সম্পর্কের ওপর বেশি গুরুত্ব দেবেন।
বাসস/এমএজেড/১৬০৩/জুনা