বিমান বাহিনী প্রধান ৭ দিনের সফরে সৌদি আরব গেছেন

231

ঢাকা, ৯ এপ্রিল, ২০১৯ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ৭ দিনের এক সরকারি সফরে সৌদি আরব গেছেন।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাজকীয় সৌদি বিমান বাহিনীর অপারেশন সেন্টার, কিং ফয়সাল এয়ার একাডেমী, আল সালাম এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করবেন।
এছাড়াও তিনি সৌদিআরব অবস্থানকালে রাজকীয় সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ জেনারেল ফায়েদাহ বিন হা’মেদ আল-রওয়ালি ও রাজকীয় সৌদি বিমান বাহিনীর কমান্ডার হাই রয়াল হাইনেস লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দার বিন আব্দুলাজিজ এর সাথে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
বিমান বাহিনী প্রধানের সৌদি আরব সফর দুই দেশের বিমান বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।