বাজিস-৩ : পিরোজপুরে দীর্ঘা সেতু যান চলাচলে উন্মুক্ত

217

বাজিস-৩
পিরোজপুর-দীর্ঘা সেতু
পিরোজপুরে দীর্ঘা সেতু যান চলাচলে উন্মুক্ত
পিরোজপুর, ৯ এপ্রিল ২০১৯ (বাসস) : জেলার উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হয়েছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি নাজিরপুর উপজেলার দীর্ঘা সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। ৩২ কোটি টাকা ব্যয়ের এ সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায় বাসস কে জানান এ সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
নাজিরপুর উপজেলার তালতলা নদীর উপর ৩৬০ মিটার দৈর্ঘ্য এবং ১০ মিটার প্রস্থের এ সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৫-১৬ অর্থ বছরে। এ সেতুটির নির্মান কাজের জন্য ব্যয় হয় ৩০ কোটি টাকা। এছাড়া সেতুর দুপাড়ে ৬০০ মিটার এপ্রোচ সড়কের জন্য ব্যয় করা হয় ২ কোটি টাকা। সেতুটি উন্মুক্ত হওয়ায় জেলা শহর পিরোজপুরের সাথে নেছারাবাদ-বানড়িপাড়া-টুঙ্গিপাড়াসহ বেশ কয়েকটি উপজেলার যোগাযোগ ব্যবস্থায় অকল্পনীয় পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্রছাত্রীসহ সকল শ্রেণি ও পেশার লাখ লাখ মানুষ উপকৃত হচ্ছে । নাজিরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার জানান এ সেতুটির নির্মাণ কাজ শেষ করে উন্মুক্ত করে দেয়ায় এ অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১১৪৯/নূসী