বাজিস-২৪ : যশোরে সাংবাদিকদের তিনদিনব্যাপি প্রশিক্ষণ শুরু

318

বাজিস-২৪
যশোর- পিআইবি-প্রশিক্ষন
যশোরে সাংবাদিকদের তিনদিনব্যাপি প্রশিক্ষণ শুরু
যশোর, ৮ এপ্রিল ২০১৯ (বাসস): বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ আজ সোমবার যশোরে শুরু হয়েছে।
এই কর্মশালায় যশোরে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষন কর্মসূচি বুধবার শেষ হবে।
সোমবার সকালে এলজিইডি প্রশিক্ষনকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পিআইবি’র পরিচালক (প্রশিক্ষণ ও প্রশাসন) মো. ইলিয়াস ভূঁইয়া।
যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী। অনুষ্ঠান পরিচালনা করেন জেইউজে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।
বিশেষ অতিথি ছিলেন, যশোরে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম সিদ্দিকী ও জেলায় সিনিয়র তথ্য কর্মকর্তা এএসএম কবীর।
প্রশিক্ষণের প্রথম দিনে সেশন পরিচালনা করেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পিআইবি’র পরিচালক (প্রশিক্ষণ ও প্রশাসন) মো. ইলিয়াস ভূঁইয়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।
বাসস/সংবাদদাতা/২১৪৩/এমকে