বাজিস-২৩ : মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

343

বাজিস-২৩
মুন্সিগঞ্জ- উচ্ছেদ
মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
মুন্সিগঞ্জ, ৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার মিরকাদিম নৌবন্দর থেকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত চার কিলোমিটার অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদীর মিরকাদিম অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে এই অভিযান শুরু হয়।
বিআইডব্লিউটিএ-এর উপপরিচালক শহিদুল্লাহ জানান, দুইদিন ধরে এই উচ্ছেদ অভিযান চলবে। চার কিলোমিটার এলাকায় প্রায় ২শ’ অবৈধ স্থাপনা আছে। আজ প্রথমদিনে মিরকাদিম বন্দর এলাকায় দু’টি ভবনসহ ১০টি স্থাপনা অপসারণ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, অবৈধ স্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু অবৈধ স্থাপনা না সরানোয় এখন অভিযান চালানো হচ্ছে।
আজ সোমবার অভিযানের সময় উপস্থিত ছিলেন-বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক গুলজার আলী, উপপরিচালক মো. শহিদুল্লাহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দৃপ্তিময়ী জামান ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দৃপ্তিময়ী জামান জানান, দুইদিনব্যাপী উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ধলেশ্বরী নদীর চার কিলোমিটারব্যাপী এলাকায়ই এই অভিযান চলবে।
বাসস/সংবাদদাতা/২১৪০/এমকে