বাসস দেশ-৩৪ : দমকল কর্মী সোহেল রানা’র মৃত্যুতে এরশাদের শোক

311

বাসস দেশ-৩৪
সোহেল রানা-জাপা শোক
দমকল কর্মী সোহেল রানা’র মৃত্যুতে এরশাদের শোক
ঢাকা, ৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বনানীর এফ আর টাওয়ারে আগুন নেভাতে গিয়ে গুরুত্ব আহত কুর্মিটোলা দমকল কর্র্মী সোহেল রানা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
সোমবার এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জি এম কাদের এমপি এবং বিরোধী দলীয় চিফ হুইপ ও পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি কুর্মিটোলা দমকল কর্মী সোহেল রানা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বার্তায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, গুরুত্বর আহত হওয়ার আগ পর্যন্ত মরহুম সোহেল রানা জীবনের ঝুকি নিয়ে এফআর টাওয়ারে আটকে পড়া অনেকের জীবন বাঁচিয়েছেন। মানুষের জীবন বাঁচাতে তার বিরোচিত আত্মদান এদেশের মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। মানব সেবায় সোহেল রানা’র সাহসী অবদান অক্ষয় হয়ে থাকবে বলে নেতৃবন্দ শোক বার্তায় উল্লেখ করেন।
বাসস/সবি/এমএআর/২১২২/এসই