বাসস দেশ-২৯ : কৃষি ভিত্তিক আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষর আগামীকাল

300

বাসস দেশ-২৯
২০০ উপজেলা-পর্যবেক্ষণাগার
কৃষি ভিত্তিক আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষর আগামীকাল
ঢাকা, ৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : দেশের ২০০ উপজেলায় কৃষি ভিত্তিক স্বয়ংক্রিয় আবাহওয়া পর্যবেক্ষণাগার স্থাপনে উপজেলা পরিষদের জমি ব্যবহারের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের মধ্যে আগামীকাল একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হবে।
আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা বাসসকে জানান, স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উদ্যেগে আয়োজিত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আগামীকাল বিকেল ৩টায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিববৃন্দ এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ।
বাসস/এএসজি/এমএআর/২০৫৫/কেজিএ