বাসস দেশ-২৭ : ইঞ্জিন বিকল, শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ

299

বাসস দেশ-২৭
জরুরী অবতরণ-বিমান
ইঞ্জিন বিকল, শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ
চট্টগ্রাম, ৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭ এর একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ১জন শিশুসহ ৯৯ জন যাত্রী নিয়ে সিঙ্গাপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। এছাড়া বিমানটিতে ২ জন পাইলট ও ৬ জন ক্রু ছিল বলে বিমান বন্দর সুত্রে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানিয়েছেন, যান্ত্রিক ত্রটির কারণেই জরুরি অবতরণ করেছে একটি ফ্লাইট। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। কি ত্রুটি হয়েছে, সেটা শনাক্ত করার চেষ্টা চলছে। যদি দ্রুততম সময়ে বিমানটি মেরামত করা সম্ভব না হয়, তাহলে আরেকটি এয়ারক্রাফট পাঠিয়ে যাত্রীদের ঢাকায় আনা হবে।
শাহ আমানত বিমান বন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খায়রুল কবির বলেন, সিঙ্গাপুর থেকে আসা বিমানটি ঢাকায় অবতরণের কথা ছিল। ইয়াঙ্গুন পর্যন্ত আসার পর পাইলট বুঝতে পারেন একটি ইঞ্জিন বিকল হয়েছে। তখন চট্টগ্রামে জরুরী অবতরণের সিদ্ধান্ত নেন।
বাসস/জিই/এসকেবি/এমএএস/২০৪৮/কেজিএ