বাজিস-২১ : চলতি মাসের শেষ সপ্তাহে খুলনায় শুরু হচ্ছে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম

179

বাজিস-২১
খুলনা-টিসিবি
চলতি মাসের শেষ সপ্তাহে খুলনায় শুরু হচ্ছে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম
খুলনা, ৮ এপ্রিল ২০১৯ (বাসস) : রমজানকে সামনে রেখে খুলনায় চলতি মাসের শেষ সপ্তাহে খোলাবাজারে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতি বছরের ন্যায় এবারও প্রতিদিন ট্রাকে করে নগরীর একাধিক পয়েন্টে এবং ডিলারদের দোকানে মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও চিনি বিক্রি করা হবে বলে জানা গেছে।
টিসিবি অফিস সূত্রে জানা যায়, ভোক্তাদের আর্থিক সাশ্রয়ের দিকে বিবেচনা করে চলতি মাসের শেষ সপ্তাহের দিকে নগরীর খোলাবাজারে ট্রাকে করে ও ডিলারদের ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বিক্রি করবে টিসিবি। ডিলারদের সাথে কথা বলে জানা গেছে, ছোলা, মশুর ডাল, সয়বিন তেল ও খেজুর বিক্রি করবে টিসিবি। তবে কতজন ডিলার নিয়োগ দেয়া হবে এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
খুলনার টিসিবি’র আঞ্চলিক অফিস প্রধান রবিউল মোর্শেদ বলেন, রমজান মাসকে সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহের দিকে শুরু হচ্ছে খোলাবাজারে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম। তবে ডিলার নিয়োগে এখানো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
বাসস/সংবাদদাতা/২০৪১/মরপা