বাসস দেশ-২২ : শাহ আমানত বিমান বন্দরে ১২ কোটি টাকার সোনা আটক

198

বাসস দেশ-২২
সোনা-আটক
শাহ আমানত বিমান বন্দরে ১২ কোটি টাকার সোনা আটক
ঢাকা, ৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আজ অভিযান চালিয়ে ১২ কোটি টাকা মূল্যের ২০০ টি স্বর্ণবার আটক করেছে। এর ওজন প্রায় ২৩ কেজি ৪০০ গ্রাম।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বাসসকে বলেন,সোনার চোরাচালান হতে পারে এমন খবর আমাদের কাছে আগেই ছিল। এর ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি দল বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে কৌশলগত অবস্থান নেয়। সকাল ৬ টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর ইএ-১২৮অবতরনের সাথে সাথে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমান ঘিরে ফেলে রামেজিং শুরু করে।
তিনি জানান,বিমানের বিভিন্ন স্থানে তল্লাশির এক পর্যায়ে বিমানের টয়লেট নাম্বার লাভাটেরি ৩এফ-১এল হতে ১০০টি এবং টয়লেট নাম্বার লাভাটরি ৩এফ-১আর হতে ১০০ টিসহ মোট ২০০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।এর আনুমানিক মূল্য ১২ কোটি টাকা।
টয়লেট বক্সের মধ্যে স্ক্রু দিয়ে স্বর্ণবারগুলো লুকানো ছিল। সংশ্লিষ্ট ক্যারিয়ার বিমানের এক বা একাধিক কর্মীর যোগসাজশ ছাড়া এধরণের চোরা চালান সম্ভব নয় বলে শুল্ক গোয়েন্দারা ধারনা করছেন।এজন্য বিমানের সুইপারসহ সন্দেহভাজন একাধিক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা সদস্যরা।
এ বিষয়ে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে শহিদুল ইসলাম জানান।
বাসস/আরআই/১৯৫২/কেজিএ