বাসস দেশ-২০ : পাহাড় কেটে স্থাপনা নির্মাণের দায়ে কারাদন্ড

185

বাসস দেশ-২০
পাহাড় কাটায়-কারাদন্ড
পাহাড় কেটে স্থাপনা নির্মাণের দায়ে কারাদন্ড
চট্টগ্রাম, ৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
অভিযুক্ত ব্যক্তি চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চারা বটতল গ্রামের বাসিন্দা ও লিচুবাগান বাজারের নৈশ প্রহরী লোকমান (৩৮)।
আজ বেলা ১২ টার দিকে ইউনিয়নের বনগ্রাম জুম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এই কারাদন্ড দেন।
অভিযানের টের পেয়ে নির্মাণ শ্রমিকরা পালিয়ে যায়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপস্থিত থেকে পাকা স্থাপনা নির্মাণ করছিল।এসময় স্থাপনা নির্মাণের সরঞ্জামাদিও জব্দ করা হয়। পরে,নিলামে ত্রিশ হাজার টাকায় বিক্রি করা হয় জব্দকৃত ইট। আদালতকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে ও রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. রাকিবুল ইসলামসহ স্থানীয় পুলিশ।
ইউএনও মো.মাসুদুর রহমান বলেন,সরকারি জায়গা দখল করে পাহাড় কেটে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে অভিযান চালানো হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে লোকমানকে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
বাসস/জিই/এসকেবি/এসএস/১৮৪৫/জেহক