বাজিস-১৬ : কুড়িগ্রামে সুবিধা বঞ্চিতদের মাঝে চেক বিতরণ

112

বাজিস-১৬
কুড়িগ্রাম-চেক-বিতরণ
কুড়িগ্রামে সুবিধা বঞ্চিতদের মাঝে চেক বিতরণ
কুড়িগ্রাম, ৮ এপ্রিল ২০১৯ (বাসস) : কুড়িগ্রামে মাতৃ-পিতৃহীন ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শর্তযুক্ত অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ করেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. আবু মাসুদ। এসময় ১২০জন শিশুর মাঝে ১৪ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়। চাইল্ড সেনসেটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর কর্মসূচিটি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অ:দা:) ফজলুল হক, ইউনিসেফ রংপুর ও রাজশাহী অঞ্চলের চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোসেন, সিএসপিবি প্রকল্পের প্রোগ্রাম. মনিটরিং এন্ড ডকুমেন্টশন অফিসার রবিউল করিম, উপজেলা সমাজসেবা অফিসার এস.এম হাবিবুর রহমান প্রমুখ।
এসময় প্রতি শিশুকে ১২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। তবে এসব পরিবারের শিশুকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝড়ে পড়া থেকে বিরত থাকার শর্ত যুক্ত করা হয়েছে।
বাসস/সংবাদাতা/১৮১০/মরপা