বাসস দেশ-১১ : ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসানের পিতার ইন্তেকাল

134

বাসস দেশ-১১
ইসকান্দার-ইন্তেকাল
ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসানের পিতার ইন্তেকাল
ঢাকা, ৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মোল্লার পিতা ইসকান্দার আলী মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তিনি ইন্তেকাল করেন। ইসকান্দার আলী দীর্ঘ দিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ইসকান্দার আলী স্ত্রী, ৭ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল মাদারীপুর সদর উপজেলার খোয়ারপুর ইউনিয়নের টেকেরহাট মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
বাসস/বিকেডি/১৭৩৫/-কেজিএ