বাসস দেশ-১০ : ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে স্পিকারের শোক

110

বাসস দেশ-১০
স্পিকার-শোক
ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকাবার্তায় স্পিকার বলেন, অন্যের জীবন বাঁচাতে নিজের জীবনকে উৎসর্গ করে সোহেল রানা স্মরণীয় হয়ে থাকবেন।
স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডে আগুন নেভানোর সময় ফায়ারম্যান সোহেল গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে ৫ এপ্রিল তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।
বাসস/সবি/এমআর/১৭২১/-কেজিএ