যুক্তরাষ্ট্র, কানাডা ও ফ্রান্স সফরে যাচ্ছেন অ্যাবে

183

টোকিও, ৮ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও ফ্রান্স সফরে যাচ্ছেন। সোমবার তিনি এ ঘোষণা দেন। এদিকে চলতি বছরের শেষ দিকে জাপান জি২০ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ২২ এপ্রিল থেকে ২৯ এপ্রিলের এই সফরে তিনি ইতালি, বেলজিয়াম ও স্লোভাকিয়াতে যাত্রাবিরতি করবেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ওয়াশিংটন ও টোকিওর মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্যিক আলোচনাকে সামনে রেখে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি করতে চাইছেন। তিনি জাপানের গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
ফ্রান্সের নাগরিকত্ব পাওয়া নিশানের সাবেক প্রধান কার্লোস গুসান যখন টোকিওর কারাগারে আটক রয়েছেন সেই স্পর্শকাতর সময়ে অ্যাবে ফ্রান্স সফরে যাচ্ছেন।
গত সপ্তাহে কার্লোস জামিনে মুক্তি পাওয়ার পর তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের কয়েকটি অভিযোগ আনা হয়।
অ্যাবে বলেন, ওসাকায় জি২০ শীর্ষ সম্মেলনকে সফল করতে আন্তরিক সহযোগিতা পাওয়ার লক্ষ্যেই তিনি এ সফর করছেন।
২৮ ও ২৯ জুন সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
ট্রাম্প মে মাসে জাপান সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। তিনিই প্রথম বিদেশী কোন রাষ্ট্রপ্রধান যিনি দেশটির নতুন সম্রাট নারুহিতোর সাথে দেখা করবেন।
১ মে সম্রাট হিসেবে নারুহিতোর অভিষেক হচ্ছে।