জয়পুরহাটে দুই শতাধিক পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান

787

জয়পুরহাট, ১২ মার্চ, ২০১৮ (বাসস) : জেলার পাঁচবিবি উপজেলার ছেলোবেলো ও বরন আদর্শ গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
সোমবার ছেলোবেলো ও বরন আদর্শ গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সামসুল আলম দুদু। ওই দুটি গ্রামে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ৬ কিলোমিটার লাইন নির্মাণ শেষে সংযোগ প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার আলমগীর হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালক খলিলুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাছুদা বেগম ঝর্না, আটাপুর ইউপি সদস্য এনামুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী সরকার প্রমুখ। স্বাধীনতার ৪৭ বছর পরে ছেলোবেলো ও বরন আদর্শ গ্রামের দুই শতাধিক পরিবারে নতুন সংযোগ পাওয়ার পর গ্রামের লোকজন আনন্দে মেতে ওঠেন। প্রধান অতিথি এ্যাড: সামছুল আলম দুদু বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। সে কারণে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।