হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

187

ঝিনাইদহ, ৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে। দেশে ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে কোটচাঁদপুর ৪র্থ স্থান অর্জন করে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ পুরস্কার প্রদাণ করা হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি’র কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন।
হাসপাতালের ব্যবস্থাপনা, চিকিৎসা সেবায় রোগীদের সন্তুষ্টি, কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের উপস্থিতি, নিয়মশৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন দিক বিবেচনায় হাসপাতালটিকে অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম, মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, বিএমএ’র সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।